মাগো আর একবার বুকে টেনে নে
- রুহুল আমীন রৌদ্র
মাগো, আর একবার মোরে বুকে টেনে নে,
যেথায় কোমল মনের অভয়ারণ্য,
আমি যে তোর সেই খোকা,
যাকে স্রষ্টা হতে ভিখ নিয়েছিস,
আঁচল পেতে।
প্রাসাদের এ জাঁকজমকপূর্ণ কোমল বেডে,
খুঁজে পাই স্বার্থের দুর্গন্ধ,
বিষাদের ছারপোকা।
প্রিয়ার বুকে মেকি স্বার্থের ভালবাসা,
নিঃশ্বাসে বিষাক্ত ধিক্কার,
অর্থলোলুপ সম্পর্ক।
অসহ্য যাতনায় তিলে তিলে,
কোমল হৃদয় বিষাক্ত।
দে মা, মুছে দে সকল যাতনা,
কোমল পরসে,
তোর বুকে আবার একটু ঠাঁই চাই,
শীতলতার ঠাঁই,
বাল্যকালের মতো,
ফের, একবার বুকে নিয়ে,
মুছে দে মা,
মনের যাতনা যত।
------০------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।