পোড়ে যাওয়া বসন্ত
- রুহুল আমীন রৌদ্র
বৃক্ষশাখে দোলা দেয় সমীরণ,
কিশলয়ে জাগে প্রশান্তির স্পন্দন,
পোড়ে যায় খাঁ খাঁ প্রান্তর,
বরষা বিনে জুড়ায় কি তার অন্তর?
হৃদয়ের প্রান্তে পোড়ে যাওয়া বসন্ত,
অক্ষিতে অঝর বরষা নিরন্ত,
ভালবাসা কি এমনই হয়,
বিরহ বিষণ্নতা মেনে নেওয়াই
কি পরাজয় ?
যদি তাই হয় তবে দাও বিষণ্নতা,
ভালবাসার সুখটুকু না পেলাম,
পরাজয়ের গ্লানিটুকু তো পাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।