জীবন পু্ষ্পসজ্জ্বা নয়
- রুহুল আমীন রৌদ্র

দিবস কাটে বিবশ প্রত্যাশায়,
নিঃসাড় নির্বিকার অগ্রজ স্বপ্নরাজি,
চূঁড়াবালিতে গড়ি অনাড়ি স্বপ্নের
দুর্ভেদ্য প্রাসাদ,
ভেঙে পড়বে জেনেও।
পুলকিত শশী,
নির্ভয়ে সাজায় মলিন রজনী,
ফেলে যাওয়া স্মৃতি,
কণ্টক হয়ে পড়ে থাকে হৃদকাননে,
ভাবি, ফেলে আসা স্মৃতিই মধুময়,
জীবন পু্ষ্প সজ্জা নয়।
------০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।