আর কতো কাঁদবো
- রুহুল আমীন রৌদ্র
আর কতো কাঁদাবে,
আর কতো কাঁদবো ?
ছলছল জল,করে টলমল,
হৃদয় আকাশে,
বিরহী প্রলয়, কষ্টের হিমালয়,
আজি তোমায় ভালবেসে ।
নিঃসঙ্গ রজনীর জমকালো তিমিরে,
আলেয়ার মত আর কতো থাকবে ?
এ হৃদয় ক্ষত বিক্ষত,
তব ঘৃণার প্রহারে,
অদ্রির নির্ঝরধারা,কবে মিলবে সায়রে।
দুখের গ্রহণজাল হতে,
পরিত্রাণিবে কবে এ মন,
অষ্টপ্রহর ভালবাসায়,
কবে সাজবে এ ভূবণ ।
যবণিকা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।