এক বিজয়ী পিঁপীলীকা
- রুহুল আমীন রৌদ্র
ক্ষুদ্র এক পিঁপীলীকা জেদ ধরেছে,
আমায় হার মানাবে বলে !
সে তিল তিল করে,মৃত্তিকার পাহাড় গড়ে,
আর আমি ভালবাসার পাহাড় গড়ি,
প্রিয়ার বুকে ।
দেখি! কাহার অদ্রিচূঁড়া উন্নত হয় ।
বহুদিন গত হল,
মোর ভালবাসার শিরই উন্নত ।
সে ক্ষুদ্র বলে, সদাই উপহাস করি।
তবু্ও সে নাকি জিতবেই,
দৃঢ় প্রত্যায় তার ।
শ্রমে ঘামে পিঁপীলীকা গড়েছে,
সুবিশাল পাহাড় !
আর আমি গড়েছি,
প্রিয়ার বুকে ভালবাসার এক এভারেস্ট !
কে বিজয়ী ?
বুঝিনি কখনো,
মোর ভালবাসার এভারেস্ট ছিল,
গুপ্ত চূঁড়াবালির পর,
ক্ষণিক ঝড়ে ধসে চূর্ণ !
পিঁপীলীকার গড়া পাহাড়, ঠায় দন্ডায়মান !
আর হেরে গেলাম আমিই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।