সুখগুলো বুঝি আমার জন্যে নয়
- রুহুল আমীন রৌদ্র
সুখের রাজ্য হতে নির্বাসিত,
আজ এক যুগ হলো ।
দুখের দহনে জ্বলে জ্বলে হিরোশিমার মত,
বিরানভূমি এ মনের প্রান্তর।
পরাভূত কষ্টগুলোর নির্যাস চুঁয়ে,
জমেছিল একরাশ সুখ,
দুখের এভারেস্টের প'রে ।
বিষাদিনী প্রিয়ার, বিবহী দহনে,
প্রস্রবণ হয়ে বয়ে গেল তাও,
অক্ষির প্রান্ত চুঁয়ে,
বুক বেয়ে নেমে এলো বিরহী পঞ্চনদ ।
সুখগুলো ছিঁড়ে গেছে সীমান্তের কাঁটা তরে,
আবেগের দাবানল পুঁড়েছে স্বপ্ন।
আজ দ্বীধাহীন আমি,
কেঁটেছে দুর্নিবার সংশয়,
সুখগুলো সত্যিই বুঝি আমার জন্য নয়।
------০------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।