বিদায়ে ঘন্টা শুনি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

আজ তবে আঁধার ঘনিয়ে এল
রাতের হাতছানিগুলো মিলায়ে গেল
ঐ দূরের সাগরে আজি
ঝড় উঠিছে
ঐ নাবিক মহাপাজি
নাও ছেড়েছে
নিরাল দরিয়া মাঝে
হায় ঐ ক্রন্দন ধ্বনি বুকের মাঝে

মাঝ রাতের পূর্ণ শর্বরী
পরাইয়াছে যা ইচ্ছা এ উত্তরী
নাও তবে ভেসে চলে
নাবিক তবু সাঁতরিয়া জলে
অথৈ জলে

ওগো তোমারি নাহি কূলে
জনমের তরে এ এক করিয়াছ ভুল
তবু আজি এ বিভাবরী
চাঁদনীর হাতছানিতে এ রজনী
গর্জিয়াছে মহাহিংস্ররূপী
ল ইতে তোমারে ও মাঝি
বিদায়ে যাও যাও হে মাঝি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।