প্রস্থান দিবস
- তানজির উদ্দিন

আজ যদি দূর গানের সুর থেমে যায়
চিত্তের ডাক নাহি আসে তোমার তরে
দিদি ,
বহু জঞ্জালে ফিরে যায় সেই অপেক্ষার ক্ষণ
অগস্ত যাত্রায় প্রস্থান দিবস মাগি
ওহে রজনী , ডেকে লও তারে আজি ।
আজ যদি রেখে যাই অপেক্ষার পালা
কতকালের চিহ্ণহীন পথো ধারে থেকে
প্রস্থানের সুর যদি নাও আপনি জড়ায়ে
সেই দিন শূন্যতায় থাকিবে কি গান ?
অভিশাপের ক্ষণ আজন্মের খেলায় তখন ?
জানিনে আজি না জানার শিরোনামে থাকি
রেখে যাই কত গান মোর সুরও বাদ্য মাঝে
দিদি
সেই বাদ্য লইবে কি রাখিবে কি যতনে ।
সরলতায় যে দিন যায় ফিরে মহাকালে
রবহীন পথ যদি জাগি ওঠে শেষ দিনে
অন্তহীন কষ্টে যদি বাঁধিতে পরানে
ধ্রুব অন্তিমলোকে খেলে যায় যদি
গান ,
সে গান মোর গান রেখে যেও স্মরণে ।
দিদি ,
কোন গান বিরস যদি আজি সাজে মনে
দক্ষিণায় মেলে চলে যদি বিষাদ বীণে
জানি জানি কবেকায় সেই প্রস্থান মহাদিনে
কাঁপিবে আসি দ্বারে
ডাকিবে তোমারে
বলিবে হাঁকিয়া -
'ওহে দিদি , প্রস্থান দিবসের তরে চলিবে কি তাই'
সেই রুদ্ধ হাঁক !
কাহার সে ডাক !
প্রস্থানে প্রস্থান নয় দিদিমা জানিও সে উপমা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।