ঘৃণা আর অবজ্ঞার নির্যাস চুঁয়ে জমে উঠে পবিত্র প্রেম
- রুহুল আমীন রৌদ্র

তুমি যাকে আজীবন,
ঘৃণা আর অবজ্ঞাই উপহার দিলে,
জ্বালিয়ে পুঁড়িয়ে করে দিলে,
ক্ষত বিক্ষত,
আর সয়ে গেল যেজন,
পবিত্র প্রেমের তরে অসম যাতনা।
হয়ত সেজন একদিন,
ঘৃণা আর অবজ্ঞার অদ্রি উঁচিয়ে,
আগলে দাঁড়াবে,
তোমার পথ।
আর পাল্টে যাবে তুমিও,
যেমনটা পাল্টে স্রোত অনুকূলে অদ্রি জাগলে,
ফিরে যাবে প্রতিকূল পানে,
আষ্টে পিষ্টে জড়াবে,
তারই বুকে,
ভুলে যাবে সকল ব্যবধান।
বুঝবে হয়ত সেদিন,
ঘৃণা আর অবজ্ঞার নির্যাস চুঁয়েই,
জমে উঠে পবিত্র প্রেম।
----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।