তোমার নারী আমি
- তানজির উদ্দিন

তোমার ঘরে থেকে আজ কেমন অনল
বিস্তার হয়ে চলে মুহর্তে
অপেক্ষা আর পাওয়ার যতটুকু ব্যবধান
তার মাঝেই কি সে অনল
জ্বলে ওঠে হৃদয়ের গভীর থেকে
রক্তাক্ত হৃদয়ের গহীনে ঝ্বটিকায়
প্রবল বাতাসের উন্মত্ত খেলায়
আর
আমি বোধহীন রমনী থাকি তোমার অপেক্ষায় ।

থেকে থেকে বুঝে গিয়েছি তুমি রুদ্ধ
রুদ্ধ করে রেখে দাও মনের আলাপকে
আমি যা চাই রমনীয় আবেগে চেয়ে
অট্টহাসি ও মধুর বাক্যের জাল বুনে
ভুলিয়ে দাও আমাকে কী নিপুণ ভঙ্গি !
কতকাল এমন হয় তোমার সংসারে থেকে
যা চেয়ে যাই নারী বোধ থেকে পেয়ে যাই
কতকাল এমনও হয় বহু সাধা সাধি করেও
পেয়ে থাকি অন্তহীন প্রেমের বহিষ্কারে ঘরে
পীড়িত আর্তনাদ সেজে থাকে বলে আজ
তোমার সংসার তোমারই থেকে যাবে
কোনকালে জেগে দেখে যেও তোমার আমি নেই
ভেসে গিয়েছি কোন সুদ্দুর মেঘ ভেলায় ভেসে ভেসে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।