স্মৃতিচিহ্ণ
- তানজির উদ্দিন
যদি স্মৃতিচিহ্ণেরা গুমরে কাঁদে
খ্যাপটে উপমায় বসে থাকে সেথা
রাতের অন্ধকারে পথ চেয়ে থেকে
যদি অপেক্ষায় থাকে ক্রুদ্রতায়
মনের গহীন থেকে জেগে ওঠে রব
অন্ধকারের পথ চেয়ে থেকে যায় আজো
যদি তোমার অপেক্ষা শেষ হয়
ক্লান্ত বাঁশী আবেগ ঝরায় না ক আজো
বিকেলের অস্তখেলায় ফিরে যায় পথ
অকালের সন্ধানে চিরদিন থেকে যায়
চিরদিন থাকে যদি সংশয় ভরা মনে
যদি না চায় তোমার দেখা কোন দিন
মনে মনে চির যৌবন আস্তরণে রাখে
তোমার সেই খেলায় আজ হৃদয় রক্তাক্ত হলে
বড় বেহায়া বিরোধ বাঁধিয়া চলে সমস্বরে
তারপরেও স্মৃতিরা জেঁকে বসে লাশের জীবন বেলায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।