তুমি এখনো বুঝি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
তুমি এখনো বুঝি বস আঁধার রাতে
তুমি এখনো বুঝি দেখো এ রাতে
তুমি বুঝি এখনো এ ঘোর রাতে
বাজাও হাত এ হাতে
আমি দেখিয়াছি স্বপন মাঝে
তোমারি এ প্রাণ মাঝে
আমারি গীতের সুর
ঐ রাত রক্তিম
এ প্রাণ ও প্রতিম
আপনার এ আপন হাতে
আবেগের পরশ মাখা এ হাতে
পরশ বুলায় এ তুমি
বুঝি এখনো এ তুমি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।