কেবল দুপাশের পাহাড়ই জানে
- শাওন সারথি - অতি প্রাকৃত

তুমি আসনি বলে,
অন্ধকারে সমুদ্রের হুংকারে ভয় চেপেছিল!
তবু পিঠে হাত রেখে একবারও কেউ বলেনি-
“ভয় কি আমি তো আছি”
তুমি আসনি বলে,
স্পিডবোটে সমুদ্র বিজয়ের দুঃসাহস দেখাইনি।
কেবলি ডুব দিয়েছি
প্রাণহীন নিস্তেজ ঢেউয়ে।
তুমি আসনি বলে,
সুভলঙ্গের ঝর্নায়,
একফোঁটা জলও পরেনি!
দুপাশের পাহাড়ের সারিতে উবে গেছে প্রান।
আর কয়েকটা পাহাড় তো ঝলসে
হয়েছে ধুসর!
তুমি আসনি বলে,
ঠাই হীন হ্রদের জলে ঝাপ দিয়েছিল
কতিপয় উন্মাদ।
কেউবা নিবারণ করেছে
তুমিহীন উষ্ণতার জ্বালা
তীরের ঢেউ হীন জলে।
তুমি আসনি বলে,
এক উঠতি যুবক
পাহাড়ের চূড়ায় চিৎকার করে জানান দিয়েছে
তুমি হীন শূন্যতার কথা।
এক বিক্রেতা দুই দুইটা ঢাউস কাঁঠাল
বিক্রি করেছে এক নিমিষে,
শুধুমাত্র ভালোবাসার দামে!
তুমি আসনি বলে,
ফিরবার পথে
একটি বাক্যও উচ্চারন করিনি।
তৃষ্ণা মিটিয়েছি হ্রদের জলে।
নৌকার মাস্তুলে বসে
একা একা পা ভিজিয়েছি হ্রদের বুকে!
অবলোকন করেছি নিসর্গের ব্যস্ততা!
কেবল দুপাশের পাহাড়ই জানে,
সেদিন কি ভয়ানক মৌনতা গিলেছিল আমাকে!!

.................শাওন সারথি২.৯৬৫'......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।