যদি যাও মাঝি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

মাঝি গো যাও যদি এ যাবার বেলায়
স্মরনে রাখিও স্মরিও মোরে
শূন্য বেহালায়
ও মাঝি মাঝি গো
রূপার পায়ে এ আনিলি গো
আমারে লাগাইলি পিরীতের ই ডোরে
হায়বে তোরে ছাড়ি কেমন রে

জীবন মাঝা যায় চলিয়া ঐ
তপড়াইয়াছে দ্যাখো সখি ঐ
কহে মাঝি
এ হলি ভবের খেলা
যাইবার কালে কাঁদিবে বেলা
কি করিমু আমি
এ নিঃস্ব মাঝি

পরান নাই পীরিত ও নাই
জনম শ্যাষে যোবন নাই
আমি পড়িছি এ কোন যমে রে
আজি যম ধরিছে রে
আজি দূত আসিছে রে

দিমু তোরে উজাড় করি
যাহা আছে তাহাই স্মরি
এ প্রাণে তোরে বাঁধিমু রে
এ যাবার বেলায় দিমু বিদায়
জনমের তরে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।