সেগুলো এখন অমিল ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
ভাবছি যে কি ভাবব ...
লিখব কেমন কাব্য ,
মনটা ভীষণ ফাঁকা ...
লাগছে কেন একা ...
গাছের পাতাগুলো
নড়তে ভুলে গেছে ;
মেঘগুলো সব থেমে ,
ওরা সরতে ভুলে গেছে ;
সেই দিনগুলো নেই আজ ...
ওরা সব চলে গেছে ...
তুমি আমি আছি দুজনেই
সেই সময় আর নেই ...
সেই আবেগ সেই মিল ,
সেই হৃদয়ের ঝিলমিল ..
কোথায় যে গেল হারিয়ে ..
সেগুলো এখন অমিল ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।