মন ভরে গেল ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

গতকাল সেই লোকাল ট্রেনে ...
তোকে আমি খুব নিয়েছি চিনে !
সেই দ্বিতীয় শ্রেণীর বন্ধু ..
আমার এখনও আছে মনে !
তুই তো আমায় ভুলেই গেছিস বল ?
চেহারায় বয়সের ছাপ পড়েছে !
মুখটা এখনও একই আছে না বল !
তুইও তো ভালো মুটিয়েছিস ..
খেয়ে খেয়ে মেদ বাড়িয়েছিস !
ওসব থাক বাদ দে তুই এখন করিস কি ?
ব্যবসা করিস ভালোই হয়েছে ..
আর আমি পড়াই গ্রামের স্কুলে ...
আমার ছাত্র গাঁয়ের ছেলেপিলে ,
তোর সাথে সেই স্কুলের পরে
দেখা এতদিন বাদে ...
নম্বরখানা দে দেখিনি
কল দেব ফুরসতে ...
বর্ধমান তো এসেই গেল
ভাই রে করিস ফোন ..
এতদিন পরে তোকে দেখে
আজ ভরে গেল এই মন !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।