ইচ্ছাপূরণ ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
ফুল ছিল ভালো ছিল ...
উড়তে হল মতি !
তাই ফুলে পাখা হয়ে
হল প্রজাপতি ...
মাছ ছিল জলে ভালো ..
তবু চায় ডাঙা !
তাই মাছ অবশেষে
হল মাছরাঙা ...
কিছু ফুল ফোটে তবু
চায় আরো আলো ...
তাই সেই ফুলগুলো
সূর্যমুখী হল ...
কাক চায় সুন্দর
হতে পুরোদস্তুর !
সুন্দর দেহ চায় --
কথা চায় হিয়া !
তাই কাক শেষকালে
হল কাকাতুয়া !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।