তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ২০
- অনির্বাণ মিত্র চৌধুরী ২০-০৫-২০২৪

কতদিন কেটে গেছে তারপর
কত বর্ষায় ভিজে গেছি দিনভর
কত অভিমান জমা বুকের ভিতর
কত স্বপ্ন আজ ফেরারি, যাযাবর।

কত স্মৃতি আজও আছে অমলিন
কত কথা হয়েছে কালগর্ভে বিলীন
কত সম্ভাবনা এখনো রয়েছে ক্ষীণ
কত স্বপ্ন বেলুনে হতাশার আলপিন।

কত সম্পর্ক গেছে অনায়াসে বদলে
কত বিতর্ক আর যুক্তির ডামাডোলে
কত নিয়ম অগোচরে ভেঙেছে বলে
কত অনিয়ম সঙ্গী হয়েছে তলে তলে।

কত বিকেল একাকী কেটেছে বিষণ্ণতায়
কত কাগজ ছিঁড়েছি বন্ধ্যা সন্ধ্যায়
কত অশ্রু উবে গেছে নিশিথ হাওয়ায়
কত স্নিগ্ধ ভোর হারিয়ে গেছে আচ্ছন্নতায়।

কতটা সুখে রেখেছো আমায়
একবার দেখে যাও!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।