ক্ষণিকের পিরীতি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

ওই তুই কি করিলি রে
জনম মাঝে এ তুই কি করিলি রে
এ রঙ্গ মাঝে
সোনার পিয়াল তমাল সাঝে
ওরে এ রঙিন সাঁঝে

রাত গেল জনম ও গেল
প্রিয়া গেল ঘর ও গেল
ও একী করিলি রে
আমার জনম শেষে তাই
একলায় উঠিয়া সুরে যাই

ও একী করিলি রে
এক সাঁঝে জনম না ফুরাইল
আঁধারে বীণ না বাজিল
উঠিল ক্রন্দন ওগো এ মোর ঘরে
ও বন্ধুয়া আর থাক কেন ? এ ঘরে

আজি দাও বিদায়
আঁধারি মায়ায় দাও গো বিদায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।