যে ফুলটা দিলেম ফেলে শুকনো বলে
- অরুণ কারফা
যে ফুলটা দিলেম ফেলে শুকনো বলে
কুড়িয়ে নিয়ে তারে দিলে পূজোর ছলে
তাতেই হল তোমার জ্ঞান লাভ কিনা
আমি রইলেম মূর্খ তেমন বিদ্যা বিনা।
যে ফলটা বাসি বলে কিনলেমই না
তা দিয়েই তুমি সাজালে নৈবেদ্যখানা
তাতেই তোমার মনে এলে এত শান্তি
আমি অযথা বয়ে বেড়াই যত ক্লান্তি।
কত গুণী ওস্তাদের তালিম নিয়েও
কতনা নামী দামী বাদ্য যন্ত্র কিনেও
একটা রাগও হল না রপ্ত অন্তরে
তুমি শিখলে দূর থেকেই কি মন্তরে!
বুঝলাম ঐকান্তিক চেষ্টার অভাবে
বাহ্যিক আড়ম্বর যায় বৃথা নীরবে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।