প্রথম সকাল
- শাওন সারথি

তুমি দেখে যাও
তোমার চোখের’পর বিচ্ছুরিত হউক
অপরাহ্ণের দুর্বল আলোর ঝাপটা।
ক্লান্ত সূর্য নুয়ে পড়ুক
তোমার সম্মুখে,
মাথা নত করে প্রনাম জানাক
অতিবাহিত উজ্জ্বল সকালের তরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।