আগমনী ও অন্নচিন্তা
- সৌম্যকান্তি চক্রবর্তী

শরতকালের ভোরের বেলায়
ঘাসের শিশিরবিন্দু ...
পেঁজা তুলোর মেঘের আকাশ
মনে খুশির সিন্ধু ...

আসছে কানে ঢাকের আওয়াজ
কাঁসর ঘন্টা শাঁখের ধ্বনি ...
এসব আসলে মনেরই ভ্রম !
আসলে মায়ের আগমনী ...

দূর থেকে বহু দূরে ...
দূর দুস্তর প্রান্তরে ..
আছে কতশত অজানা গ্রামে
কত লোকে অনাহারে ..

আমাদেরি আশেপাশে
কত মানুষই না আছে ..
যারা আধপেটা খেয়ে খেয়ে
না মরেই বেঁচে আছে ..

তাদের কাছে পুজো আসা
আর তার না আসা ...
দুটোরই সমান অর্থ !
তাদের কাছে পেট ভরানোই
সব থেকে বড় শর্ত !

মা তাই বলি তোমাকে ...
রাজা কোরো না আমাকে
চাই শুধু রামপ্রসাদের মত
দুবেলা খেতে পেতে ...

আর মা এমন শক্তি দাও ..
যেন তোমার বরে ...
সবার তরে ...
করতে পারি কিছু ..
যোগাতে পারি অন্ন ..
ওদের সবার জন্য ..


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।