তুমি এসেছিলে একদিন
- রুহুল আমীন রৌদ্র
তুমি এসেছিলে একদিন,
হেমন্তের সোনালী মাঠের বুক চিরে,
আবছা কুজ্ঝটীকায় লোচন পাঁপড়ি ভিজিয়ে।
আমি সর্পের পায়ে একেঁছিলাম
নীল স্বপন,
ডুমুর পুষ্প বাসনা বিলাসী অবুঝ ছিল মন।
ভুল করে যৌবন কলস হতে পিয়েছি,
অমৃত্য হেমলক,
আবেগের জাল ছিঁড়ে সেদিন প্রথম দেখা।
যুগ যুগ ধরে জমে উঠা, একচিলতে ভালবাসা,
চাপাছিল নিরট উপল খন্ডে।
তোমার আশ্লেষে পুষ্প হয়ে ফুটেছিল
উপল ভেদে।
মেঘলা গগণে মেঘ ফেঁড়ে উঠেছিল,
দীপ্ত শশী,
আমি মুুগ্ধ হিয়ে লুটেছিলাম তা।
কখনোই বুঝতে চাই নি,
তা ছিল তোমার ধার করা জোছনা।
----০----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।