স্বর্গীয় রূপ লাবণ্য
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

যখন ভেসে এল সুর ঐ
রাতের গভীর হতে
ভেসে গেল আঁধারির মায়া
বাঁধির প্রীতির ডোরে

ওগো আজি
বাতায়নের পাশে উঠিছে
অবিরাম জলরাশি
কে চায় ঐ
তবে বিদায়ের সময় বুঝি
ঘনিয়াছে আর

হে প্রেমময়ী তোমারি যতনে
আনিয়াছি দ্যাখো
করিয়াছি অমরাবতী ওগো
রূপের অঙ্গনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।