আকাশটা যদি হত সংসার আর
- অরুণ কারফা

আকাশটা যদি হত সংসার আর
মেঘ হত সদস্যরা তার
যেতেম কি আমরা বিপরীত দিকে
যেদিকে বয় বেগ হাওয়ার?

কাজটা হলেও কঠিন অতি
প্রয়োজন সেটা করা
যত জটিল হোক পরিস্থিতি
হয় বাঁচা নয় মরা।

এক টুকরো মেঘ হলে বিক্ষিপ্ত
শক্তি এত তারি
চারিদিক করে বিদ্যুৎ বেগে সিক্ত
বৃষ্টি ঝরায় ভারি।

সমাজ গঠনে প্রত্যেকেরই যোগদান
সমান তবু যে দরকার
প্রথমে এগিয়ে আসে যে তার অনুদান
কে যথেষ্ট স্বীকৃতি দেওয়ার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।