মহাত্মা গান্ধী ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমরা স্বাধীন তোমার অহিংসতায়
আমরা ঋণী তোমায় ধৈৰ্য্যশীলতায় ..
আমরা মলিন তোমার কোমলতায় ,
তোমার স্মৃতি রইবে মননে...
রবে চিরস্থায়ী , সর্বক্ষনে ..
তোমার শিক্ষা সদাই মানি ...
অহিংসা ও অসহযোগের বাণী ,
সন্ন্যাসীরূপে ভারতে আনলে ..
সেই নব নব পথ ..
সেই পথ ধরে একদিন এল
আমার স্বাধীন ভারত !
সেই সে তোমার ডাকে ...
সারা ভারত সাড়া দিয়েছিল
চিনে নিয়েছিল তোমাকে !
তারপর থেকে যা হয়েছিল
তার সবটাই ইতিহাস ...
গান্ধীজি তুমি মহাত্মা তুমি
তুমি তো মোহনদাস !
অনাড়ম্বর জীবনযাপনে
গড়েছো জীবনাদর্শ !
মৃত্যু তোমাকে মারতে পারেনি
করতে পারেনি স্পর্শ ...
তুমি চিরজীবী তুমি যে অমর ,
স্মরনীয় তব কীর্তি ...
ভারতবাসীর মনমন্দিরে
সযত্নে তব মূর্ত্তি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।