ওরা মাকাল
- রুহুল আমীন রৌদ্র
কিছু কিছু মন,
বুঝেও অবুঝের মতন,
কাঁদাতেই জানে আজীবন,
আপন আক্রোশে,
প্রেম তটনীতে ঝড় তলে,
ধসে দেয় প্রেমিক পাড়ের ভূবন।
ওরা শুধুই খেলতেই জানে গেম,
স্মৃতির সিমেন'স ক্ষরিত হয়েও
পাথর জরায়ূতে জন্মে না প্রেম।
ভগ্ন ভেলায়, দুঃসহ খেলায়
ভাসিয়ে ডুবিয়ে,
হাসিয়ে কাঁদিয়ে,
চুবিয়ে চুবিয়ে,
ভেঙে দেয় মন,
কাঁচেরী মতন।
ওরা মাকাল,
উপরে পরিপাটি ভেতরে ঝঞ্ঝাল।
মনের ভাষা মন দিয়ে,
যেজন নাইবা বুঝে,
চোখের ভাষা হেসে উড়ায়,
সেজন সর্ব কাজে।
-----০-----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।