আগমনী ও মনের কথা ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
মা তুমি আসছ ..
খুশিতে ভরেছে প্রাণ ,
কিছুদিন পরেই মাগো
তোমার চক্ষুদান !
নিচ্ছি মাগো এ বুক ভরে
শিউলি ফুলের ঘ্রাণ ...
আকাশজুড়ে দেখছি শুধুই
বইছে মেঘের ভেলা !
মাঠে মাঠে শ্বেতশুভ্র
কাশফুলেরই মেলা !
তোমার অমোঘ আগমনে
দোলা লাগে সবার মনে ..
মহালয়ার শুভক্ষনে ,
এসো মাগো ত্রিভুবনে !
চারটি দিনের জন্য হলেও
আসো তো তুমি পিত্রালয়ে ...
বিসর্জনের পরে আবার
বেদনা জাগে এ হৃদয়ে !
তাই তো মা আজ ভাবছি বসে ,
এবার পুজোয় দেবো না বিদায় !
রেখেই দেব দেবালয়ে ...
যেতেই দেবো না শিবের আলয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।