ক্লান্ত জীবন ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

ব্যস্ত সময় ক্লান্ত জীবন নিঃশেষিত শক্তি ..
পথশ্রমেই অবিরত উত্পাদিত বিরক্তি ,
যন্ত্র বলে ভ্রম অবিরাম শরীরটাও যে শ্রান্ত !
কার্য হয়েছে শূন্য এখন সরণ হচ্ছে মাত্র ,
একই স্থান থেকে ঘুরে ফিরে
পৌঁছাই সেই একই স্থানে ,
কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে...
কেই বা তা আর মানে !
জীবনজোয়ার থামছে না তাও ,
কর্ম তবু ও তুমি করে যাও ...
পিছে পড়ে থাক যাবতীয় সব ,
এগিয়ে যাবার উঠছে যে রব ;
যাই কিছু হোক জীবনে তোমার ,
কভু ছেড়োনা গো লক্ষ্য ....
এ জীবন দেয় এ জীবনই নেয় ..
বৃথা হিসাবের পাতা আয় ব্যয় !
এ জীবনে পাবে কত সুখদুখ
এ জীবনই দেবে মানিক্য ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।