ও অভিমানী
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
ও অভিমানী
তোমার ওই চপল ছাওয়া
ঐ তোমার নৃত্যের চপল বাওয়া
ছাপি ছাপি উঠে
মায়ার প্রতিম এ মর্ত্যে
আমি দেখিয়াছি তোমায় এ
ওগো এ বরণ ডালাএ প্রাণের ডালা
লীলায় তুমি যে করিছ মুগ্ধ
আমি চাহি না আমি যে অন্ধ
ওরে চোখে আজি ঝাপসা আসে
তোমার চপল চাহনি গীত হয়ে আসে
।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।