প্রবাস জীবন
- হোসাইন মুহম্মদ কবির - প্রভাতী কাব্য ২৬-০৪-২০২৪

মনে অনেক স্বপ্ন একে আপন স্বজন দূরে রেখে। প্রবাস জীবন করছি যাপন ভালো নাইরে মন। প্রবাসে নাই সুখের দেখা যে যার মতন একলা একা। ব্যথা লুকিয়ে কাঁদি প্রতি রোজ অভুক্ত কাটে নিশি নেয়না কেউ খোঁজ। যে যার মতন ব্যস্ত কাজে সবাই নিজের স্বার্থ খোঁজে। টাকার নেশায় এসেছি প্রবাসে নিজ দোষে আজ নয়ন জলে ভাসে। কতদিন দেখি না প্রিয় মায়ের মুখ মায়ের কোলে পেতাম খুঁজে পৃথিবীর সকল সুখ। এমন মা প্রবাসে নাহি মিলে মায়ের মমতা যায় কি থাকা ভুলে। বাবা তোমায় যায়না ভোলা তোমার স্মৃতি হৃদয়ে দেয় যে দোলা। প্রিয়া তুমি বিহনে চোখের জলে ভিজে বক্ষভূমি, ভালোবেসে আমার অপেক্ষার পথ চেয়ে থাকবে কি তুমি। খুব মনে পড়ে মধুময় সেই নিশি রাত নেশায় মাতাল উত্তেজিত শান্ত হতে ধরেছিলে আমার উষ্ণ হাত। লোকের মুখে শুনেছি প্রবাস জীবন হয় সুখময়, আজ বুঝেছি প্রবাস জীবন যন্ত্রণা দায়ক প্রাণে নাহি সয়। ২৯/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।