মনে পড়ে
- হোসাইন মুহম্মদ কবির - প্রতিভা ২৯-০৩-২০২৪

এ হৃদয় টা আজ বড় শূন্য মনে হয় কি যেন নেই খুব ফাঁকা ফাঁকা লাগে, কিছু একটা হারিয়েছি কিন্তু কবে হয়তো আজ হতে বহুবছর আগে। আমার চারিপাশ আলোয় আলোকিত হৈ'চৈ হাসি গানে আনন্দময় পরিবেশ, আপন স্বজনে ঘেরা এ বাড়ি-তবু কিসের যেন শূন্যতায় হৃদয় পুড়ে শেষ। পুরনো স্মৃতির পাতা টা আজ শুধু স্মৃতি নয়-এ যেন জীবন্ত এক ছবি, চোখের কোনে ভেসে আসা জল কালি করে কবিতা লিখে হয়েছি কবি। আবেগের কাছে আজ আমি হেরে যাই বারবার অপদার্থ হয়ে, ব্যর্থতা আজ আমায় কুরে কুরে খায় বেঁচে আছি নীরবে বুকে ব্যথা সয়ে। টাকা ধনসম্পদ আজ যেন মূল্যহীন কিন্তু কেনো-কার কারণে এমন মনে হয়, আজ যেন কিছুই বুঝি'না শুধু কিছু হারানোর ভয়। স্বপ্নহীন জীবন প্রদীপ আজ নিবুনিবু বিভোর ভাবনাতে ক্লান্ত মন, দূর হতে দূরে যে গেছে চলে তার জন্যে কেন কাঁদে দু'নয়ন। আজ এমন মেঘলা দিনে বেদনার ঘুড়ি মন আকাশে উড়ে, তবু কে ডাকে আমায় নতুনের আহবানে মিষ্টি মধুর সুরে। শুধু তোমার জন্য কবিতা আমার এ নিঃসঙ্গতা বুঝি'নি'তো আগে, ভুল বুঝে দূরে দূরে কেনো থাকো রাগে অনুরাগে। হাসি আনন্দ নিয়েছে ছুটি ফিরবেনা আর ঘরে, মনে পড়ে-মনে পড়ে হৃদয় গহীনে কবিতা আমার তোমায় মনে পড়ে। ০৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।