আমাদের কাগজ ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

টাটকা খবর টাটকা রেখে
টাটকা টাটকা ছাপাই ...
খবর যদি না পাই তবে
আমরা খবর বানাই ...
সেই খবরই ছাপি যেটায়
বেশী টাকা পাই ...
ভয় করি না কাউকে
শুধু ঈশ্বরকে ডরাই ...
সবার মত আমরাও
জনগনকে বোকা বানাই !
আমরা সবার কাছে
কত ভালই না সাজি !
আসলে তো কেউ জানে না
আমাদের ফাঁকিবাজি !
শৃগালের মত ধূর্ত আমরা ,
শকুনের মত সতর্ক ,
আমরাও তো ব্যবসাই করি !
সেবার সাথে কি সম্পৰ্ক ?
সুস্থ থাকুন জাগতে থাকুন
আর পড়ুন আমাদের কাগজ !
চোখ রাখলেই টের পাবেন ,
ধোলাই হয়েছে মগজ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।