কাল্পনিক ভাবনা
- শাওন সারথি - অতি প্রাকৃত
সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে,
চুপি চুপি হঠাৎ করে,
নগ্ন পায়ে আমার ঘরে,
আলতো করে হাতটি ধরে
নিয়ে এলে কুঞ্জ তলে,
চাঁদটি দেখবে বায়না করে!
বলেছ তখন হঠাৎ করে,
চাঁদটি আমায় দাওনা পেরে!
আমি হব চাঁদের বুড়ী,
দেখব তোমার লুকোচুরি,
জাগবো আবার আঁধার ভিড়ে,
আসবো এই রাতের নীড়ে,
হাতটি ধরে চাঁদটির তীরে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।