বেসামাল তরী
- সৌম্যকান্তি চক্রবর্তী
মেঘের আড়ালে চাঁদ যেমন ঢেকে যায় ,
কাঙ্খিত ইচ্ছাগুলো অধরাই থেকে যায় !
শতসহস্র চাহিদাগুলো হয় না পূরণ -
জীবনে কি তবে আজ লেগেছে গ্রহন ?
কতদিন কত কিছু চিন্তা করি ;
মনে আকাশকুসুম ইচ্ছাদের ভিড় ;
নিঃসঙ্গতা দুর্নিবার বেসামাল তরী ,
মন আমার একাই শিকার পরিস্থিতির !
তবু মন ভাঙে না , হয় না আশাহত ;
হৃদয় আজ ভালো দিনের অপেক্ষায় রত !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।