ভাবনা ....
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি কি তোমায় ভাবছি ?
তুমি কি আমায় ভাবছ ?
ভাবনাগুলো বড্ড বদহজমের !
ভাবনা কি আর আদৌ সহজপাচ্য ?

ভাবনাগুলোই বন্দী করে রাখে ,
তোমার আমার সহৃদয়তাকে ,
ভাবনা কি তাই নয়কো প্রয়োজন ?
ভাবনাগুলোই করে তো সব আয়োজন !

ভাবনা আছে তাই তো আছে সত্ত্বা ,
ভাবনা যোগায় মননে সারবত্তা !
যেদিন থেকে আমি আর ভাববো না ,
সেদিন থেকে বন্ধ হবে কবিতার জাল বোনা

আমি কিন্তু ভাবি অনেক ভাবি ..
লিখতে লিখতে ভাবনা এসে পড়ে ,
ভাবতে ভাবতে তলাই অতল তলে
ফিরে আসি ফের বাস্তব ধরাতলে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।