সাভার এবং আমি
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

অন্তহীন আশার মাঝে ঐ তল্লাটে
আমার স্বপ্ন ,
দেখে দেখে ছাড়িয়াছি
ঘর , গ্রাম সেই কালে ।

খুঁজিতে মোর স্বপ্ন সাধ
বাঁধ ভাঙা অবাধ -
স্বপ্ন বুনে বুনে চলিয়াছি
ও মেশিনে বুকের রক্ত ঢেলে ,
একটুকুন স্বপ্নে বাঁচিবার আশায় ।

শেষ স্বপ্ন মৃত্যুর প্রহেলিকায়
মৃত্যুর অপেক্ষা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।