ডিজিটাল ইণ্ডিয়ান ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

বিচিত্র এই দেশ সেলুকাস !
মাঠে ঘাটে খাটে সব চাষী ,
স্মার্টফোনে আজ ডিজিটাল ইণ্ডিয়া
সত্যি আমরা দেশকে ভালোবাসি !
বন্দেমাতরম বলে জাগাই দেশপ্রীতি ,
অশালীনভাবে নগ্ন হয় আমার পাড়ার সতী,
গামছা বেঁধে পেটে শুয়ে থাকে ফুটপাতে !
লক্ষ লক্ষ অর্থ বাজেটে তবুও পুজোয় মাতে !
কঙ্কালসার অস্থিকোটর চোখে ভুখা পেটে
তবু লোকজন ভোট দিতে এসে জোটে !
শুধু বঞ্চনা , সুখের বাসনা ,জোটে দীর্ঘশ্বাস !
বোকা জনগন ভাবে চিরকাল -
এ তার সুখের আবাস !
তোলো ভর্তুকি সিলিণ্ডারের
সবারে সুযোগ দাও !
সংসদে আজ সস্তা খাবার
এ দিকে কেন তাকাও ?
তুমি যে ভারতভূমির
একজন সন্তান ....
তুমি একজন আধুনিক
ডিজিটাল ইণ্ডিয়ান !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।