আমায় একটা আকাশ দেবে
- রুহুল আমীন রৌদ্র
আমায় দুটি পাখনা দেবে কি কেউ ?
আবেগী পালক ভরা,
ভালবাসার পাখনা।
ভাবনার অসীম নীলাকাশে আবার একটু উড়বো,
মুক্ত মনে।
কতো বসন্ত উড়েছি, কতো ফুলের সনে,
জীর্ণলতা আঁকড়ে ধরেছে,
এখন আমায়।
বিদ্রোহী দুর্বার ডানায় এখন,
উঁই পোকার রাজত্ব।
আবেগের পালক গুলোও খষে গেছে,
ঝরে যাওয়া গোলাপ পাপড়ির মত।
আমায় একটি আকাশ দেবে?
নির্ভেজাল ভাবনার পূূৃর্ণ আকাশ।
যাতে নেই বিষণ্নতার কালোমেঘ,
বিরহী ঝড়ো পবন,
কোমল ডানায় উড়ার মুক্ত আকাশ।
আমি প্রাণ খুলে উড়বো
শিকল ছেঁড়া পাখির মত।
আমার ক্লান্ত আকাশ আজ দুরাশার মেঘে ঢাকা,
বিদঘুটে অন্ধকার,
ভালবাসার শশী সবিতা অভিমানে নিষুপ্ত,
স্বপ্নগুলো মতিভ্রম।
দেবে কি আমায় কোমল ভালবাসায় পূর্ণ
একটি আকাশ,
বিশ্বাস করো, আপাতত নায়াগ্রার মত
কাঁদতে হবে না আজীবন।
--------০--------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।