মহালয়া ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আজি এ সুপ্রভাতে ...
অজস্ৰ শঙ্খনিনাদে ..
আমার নয়নপাতে ..
অমলমুরতি ধরি ..
এলে মাগো দশভূজা ..
কোন্ অপরূপ সাজে ...
আকুল মনপবনে ..
তব পদধ্বনি বাজে ;
এলে সুনয়না মধুর বেশে ..
ভরালে এ মন অধীর আবেশে !
শিশিরকণায় শেফালীকা ফুলে ..
তোমার সে রূপে সবই গেছি ভুলে !
পরমা প্রকৃতি শক্তিস্বরূপা ...
ভবানী মা তুমি জগদম্বিকা !
মৃণ্ময়ী নও চিন্ময়ী মাগো ...
প্রকৃতির মাঝে তুমি সদা জাগো !
হৃদয় আলয়ে তোমার শোভা ..
তোমার মূর্তি বড় মনোলোভা !
মনের অসুর দমন করে ,
তোমায় প্রণমি ও মা করজোড়ে !
দেবীপক্ষের এ মহাতিথিতে ..
এসো এসো মাগো এই ধরণীতে ...
তোমার ধেয়ানে তোমার স্তুতিতে
হল মহালয়া এই পৃথিবীতে ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।