জীবনের আরেক নাম যন্ত্রণা
- রুহুল আমীন রৌদ্র

ব্যর্থতার ক্যাকটাস কাঁধে আমার !
রাজপথ ছেড়ে গার্বেজের ফুটপাতে নিত্য চলি,
অর্ধমৃত জীর্ণ মানুষে মিশে।
সময়ের জল্লাদ খর্গ হাতে, টেনে হিঁচড়ে চলেছে
নিত্য আমায়,
কোন এক মৃত্যু কূপে নির্বাসনে।
লোচনে চন্দ্রনাথের প্রস্রবণ,
তবুও ধুয়ে যায়নি চোরাবালির স্তর,
উদরে মৃত্যুক্ষুধার সুঁচালো বর্শা,
তবুও মিতালী অনাথ দুস্থ পথশিশু।
পারিনা স্বর্গ পোলাও দিতে,
তবুও প্রলেপ মাখি সমব্যথি আবেগে।
এখানে জীবন অর্থহীন,
পদে পদে অসহ্য যাতনা,
তবুও মিশবো শ্রমিকের শ্রমে ঘামে,
কৃষকের কাদায়।
আমি মেনেই নিয়েছি ব্যর্থতা,
জীবনের আরেক নাম যন্ত্রণা,
ছিঁন্নমুকুল হয়ে ঝরে যাক আমার স্বপ্ন।
সুখের শিখরে তুমি থাকো বন্ধু,
শশধর হয়ে হাসো স্বর্গ আকাশে,
পথের ধুলোয় ব্যর্থ আমি মিশবো না হয় দুর্বাঘাসে।
--------০-------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।