চিরসুখী হব ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমার রূপের পিয়াসী ...
তোমার মনও বুঝতে চাই !
আমি স্বপনবিলাসী ..
বাস্তবেও তোমাকে খুঁজতে চাই !
তোমার মনের আলো -আঁধারিতে
তোমার তুমিকে পাবো কি বলো !
আমার মনের আলো জ্বেলে ...
তোমার হৃদয়ে জ্বালবো আলো !
তোমার চোখের অতলে গিয়ে ...
হৃদয়ের ভাষা পড়তে চাই !
সুখে দুঃখে বিপদে সম্পদে ,
আপন হয়ে লড়তে চাই ;
নেবে কি আমায় তোমার ও পথে ..
যে পথে তোমার সঙ্গী তুমিই ?
সে পথে যদি সঙ্গী করো ...
সঙ্গিনী হবো চিরসুখী আমি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।