এলোমেলো কথা ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
কতিপয় অস্থির পদক্ষেপ ...
তারপর দৃঢ় প্রত্যয় !
অযাচিত কিছু নয় এ যে বাঞ্ছিত ;
কঠিন কর্তব্যের নব অভ্যুদয় !
জীবন তো কুসুমাস্তীর্ণ নয় ,
কন্টকাকীর্ণ পথে চলা ;
এ যেন বাস্তবের ভীড়ে
স্বপ্নের সাথে কথা বলা !
স্বপ্ন তো তবুও দেখতে হয় ,
জীবনে এগিয়ে চলার পথে ;
যার স্বপ্ন নেই তার জীবন নেই ,
বিফল হওয়ার কষ্ট ও নেই !
নীরবতার সীমানা পারে ...
কথাগুলো উঁকি মারে !
বাঙ্নয়তার সমাহারে ...
কবিতারা ভিড় করে !
স্বপ্নগুলো কখনো কখনো ...
বিচিত্ৰ সব আল্পনা আঁকে !
শুরুটা কোথায় হয়েছিল ?
ভাবি শুধু শেষ বাঁকে !
নিমেষে যবনিকা পতন !
অকস্মাত স্বপ্নভঙ্গ ,
নিশ্চেষ্ট হৃদয় গহন
বোঝে না এ রঙ্গ !
দিবাস্বপ্ন বড় ভঙ্গুর ,
রাতের স্বপ্ন ও তাই ..
জীবনের স্বপ্ন বাস্তব হয়
তাই তো দেখতে চাই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।