সখী কে আছে হৃদয়ে
- অরুণ কারফা

সখী কে আছে হৃদয়ে
যদি দেখতে চাও
দর্পন পানে নির্ভয়ে
চক্ষু খুলে তাকাও।

তারপরও যদি
না বুঝতে পার তুমি
ধ’র কলি তারই
যে সুরে গাইছি আমি।

হাতে হাত ধরে
পায়ে পা ফেলে
গুন গুন করে
চল আসি চলে,
সেই পথ দিয়ে
যার ধারে গাছে
থরে থরে ছেয়ে
কৃষ্ণচূড়া আছে।

তুললেই মনে রব
নির্গন্ধ সেই সৌরভ
এমনই গুণ তার
পুরনো বারতা আর
মনে পড়ে যাবে সব
কে ছিল সেই বান্ধব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।