আজকে তোমার ফুল ছুঁয়েছি
- রুহুল আমীন রৌদ্র

আজকে তোমার ফুল ছুঁয়েছি,
সতেরটি বসন্তের জমে উঠা মধুকুঞ্জ,
কোমল পাপড়ি বৃতি।
গোঁয়ার বাউন্ডলে কৃষ্ণাঙ্গ সেই মধুকর,
আজ তোমার অমর সঙ্গী।
যাকে তুমি চুঁবিয়েছো অজস্রবার,
ঘৃণার তিক্ত নর্দমায়,
সেজন আজ তোমার গগণে,
পূর্ণ শশী।
না, না, চুবসে যেওনা গো,
লজ্জাপতীর কোমল ডানার ন্যায়,
শঙ্কায় যেওনা গো নেতিয়ে,
রজনীগন্ধা হও,
সুবাসিত করো এ রজনী।
ভয় পেয়েছো?
এতো কেবল ডাল ছুঁয়েছি,
বিশ্বাস করো ভাঙবো না,
পাপড়িও ছিঁড়বো না,
শুধু আদর হবে, সীমাহীন মাখামাখি।
আজ শঙ্কার দ্বার রুদ্ধ করো,
আবেগের দ্বার মুক্ত করো,
দেখো প্রজাপতি হয়ে বসেছি তোমার গায়,
লাজুকতায় এ রজনী করো না গো ভোর,
সময় যে বয়ে খুলো খুলো দোর,
আবেগের পাপড়ি মেলে জড়িয়ে নাও,
চিরতরে এই আমায়।
------০------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২৪-১০-২০১৫ ২১:৩৭ মিঃ

ধন্যবাদ কবিবন্ধু।

২৩-১০-২০১৫ ০৮:২০ মিঃ

ভাল লিখেছেন।

২১-১০-২০১৫ ০৯:৩৬ মিঃ

ধন্যবাদ কবি।

২০-১০-২০১৫ ১২:২৯ মিঃ

khub sundor prokash ......