দুর্গাপুজো..
- সৌম্যকান্তি চক্রবর্তী
দুর্গাপুজো দুর্গাপুজো ...
মনে দারুন আনন্দ !
চারিদিকে মন্ত্রোচ্চারণ ..
বাতাসে খুশির গন্ধ ;
সবাই মিলে একই সাথে
ঠাকুর দেখতে যাওয়া ..
এদিক সেদিক সবাই মিলে ,
একসাথে খাওয়া দাওয়া !
চারটি দিনের আনন্দেতে ..
একই সাথে সবাই মাতে !
বিষাদ ছায় বিজয়াতে ...
মনে হয় যেন থামে কলরব !
থেমে যায় যবে এই উত্সব ,
জীবন মানেই এটাই তো !
ভাঙা গড়ার খেলা ..
মা এসেছেন আমার কাছে ,
মনে খুশির মেলা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।