লক্ষ ভেদ
- শাওন সারথি - যে কথা বলিতে অঙ্গ মোর দায়

আমিতো জাগিয়া ছিলেম হাজার বছরের এই চেনা পথে।
হাটিতে হাটিতে ক্লান্ত হইয়া তোমার হৃদয় ক্ষতে!
অন্ধকারে অজস্র নক্ষত্রের মতো
জ্বলিয়াছিল জোনাকির সাথে।
তেমনি দেখেছি তারে অন্ধকারে, তাহাদের রাতে।
অশথের ডালা ঝুলিয়া ছিল উঠানের সেই ধার ঘেঁষিয়া,
বলিয়াছিল ডাকি, এতদিন কোথায় ছিলেন, কোন সে হৃদয় ভাসিয়া?
চারিদিকে মাতিয়াছিল হৃদয় নদীর হাজারো সফেন,
দুদন্ড শান্তির আশায় তুমি বনলতা সেন!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।