মানুষ একই ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

কালী সবার দুর্গা সবার
আল্লাহ বা যীশুখ্রীষ্ট ..
মানুষ জাত তো একটাই
তবু সবার পৃথক ইষ্ট ...
ভিন্ননামে পুকুরপাড়ে
একটাই সে তরল ...
কেউ তারে বলে পানি
আবার কেউ বলে সেটা জল !
অবাক আজব নিয়মকানুন ..
হরেকরকম দেশে ..
নজরুল ও পূজেছিল
মা কালীকে ভালোবেসে ..
রামকৃষ্ণও নিয়েছিলেন
আল্লাতালার নাম ...
শিখিয়ে গেছেন তাঁরা
অভিন্ন ভগবান ...
গড , আল্লাহ্, ঈশ্বর
সেই একই পুন্য আলো
যেইটা সবারে শেখায় ,
সবারে বাসতে শেখো ভালো !
মহালয়া আর আজান ,
সেই একই পুন্য নাম ...
ভিন্ন রীতিতে উপরওয়ালার
ভজন আর গুনগান ...
আমরা মানুষ প্রথমে
তার পরে তো আসে ধর্ম ...
তোমার আমার রক্ত একই..
পরিচয় হল তব কর্ম !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।