আহা কত সবুজ
- আরিফ শামসুল ১৯-০৪-২০২৪

না হয় ধরেই নিই ভদ্রলোক ঘরে আছেন; দরোজায় আঁকা দানব-চোখের পাশ কাটিয়ে চলেছি কাশের আমন্ত্রণে। সুপারিগাছের হাঁটাহাঁটি দেখে অবাক হই না; কেননা প্রাণীর বদলে মানুষ কেটে সমাজ শুদ্ধ করা হয় এখানে। আখের লগি নিয়ে নৌকায় চড়ার অধিকার সবাই পাবে না, তা ভেবেই চোখে এসে পড়ে স্বর্ণের বিশুদ্ধ ফোঁটা

জড় শরীর কতটুকু মেটাতে পারে প্রাণীর আবদার! এদিকে সাদা নদী কণ্ঠে পেঁচিয়ে জোশে আছে কিশোর কাশের চর। চার মানিকজোড়। এক বিন্দুতে মিলে যায় চার গ্রহের ধ্যান।


আরিফ শামসুল
২৪ অক্টোবর, ২০১৫
শান্তি কুঠির, বাসাবো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।