ইচ্ছেপলাশ ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

ডেভিডস ডোমের উপরে ফাটল
অভ্যন্তরে বসন্ত চিরস্থায়ী ...
বহির্ভাগে শীতের মরুভূমি ,
পুরো পাহাড় বরফাবৃত ...
ভিতরে কোকিলের কূজন ...
শাল , শিমুল , রডোডেনড্রন ..
জোনাকি ,মৌমাছি , প্রজাপতির বাস ,
আর একটি রং ছড়ানো ইচ্ছেপলাশ !
ডেভিডস ডোমের ভেতরে সময়চক্র ,
তার স্বয়ংক্ৰিয় নিরাপত্তার সুরক্ষা ,
মানুষের প্রবেশ নিষিদ্ধ সেথায় ;
প্রবেশে চেষ্টারত হলে হবে না প্রান রক্ষা !
যদি ইচ্ছেপলাশের নীচে যাও ..
সে কালেই পৌঁছাবে যেই কালে চাও !
ইচ্ছে পলাশ একটি সময়যন্ত্র
মস্তিস্ক থেকে তরঙ্গ নিয়ে ...
পৌঁছে দেয় কাঙ্খিত সময়ে !

( চলবে )

প্রসঙ্গত উল্লেখ্য পূজাবার্ষিকী আনন্দমেলায় ইচ্ছেপলাশ গল্পটি থেকে অনুপ্রানিত হয়ে এটা লিখেছি ...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।